শেখ মুজিবকে ‘স্বাধীনতার ঘোষক’ উল্লেখ করে পোস্ট, সরাইলের এসিল্যান্ডকে অব্যাহতি

শেখ মুজিবুর রহমানকে 'স্বাধীনতার ঘোষক' উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে 'অব্যাহতি' দেওয়া হয়েছে।

আজ ২৬ মার্চ বুধবার সকালে 'এসি ল্যান্ড সরাইল' ফেসবুক আইডি থেকে পোস্টটি দেওয়া হয়। এরপর সিরাজুম মুনিরা কায়ছানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সরাইলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে ওই পোস্টের পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড। এরপর তিনি স্কুল মাঠ থেকে ফিরে আসেন। এ ঘটনার প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়।

যদিও এসিল্যান্ড পরে আরেকটি পোস্ট দিয়ে দাবি করেছেন, লেখাটি তিনি লিখেননি। তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান। 

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু ডেইলি স্টারকে বলেন, 'সরাইলের এসিল্যান্ড ফ্যাসিবাদের দোসর। তার প্রকৃত চরিত্র উন্মোচিত হয়ে পড়ায় তিনি ফেসবুক হ্যাক হওয়ার নাটক সাজিয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।'

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, 'এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছেই ছিল। জেলা প্রশাসক বলেছেন, তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে।' 

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ডেইলি স্টারকে বলেন, 'ইতোমধ্যে বিষয়টি জেনেছি। এসিল্যান্ডকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে। তিনি ফেসবুক হ্যাক হওয়ার দাবি করেছেন। তবে ঘটনাটি তদন্ত করা হবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।'

এ বিষয়ে মন্তব্য জানতে সরাইলের সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

Election in first half of April 2026

In his address to the nation, CA says EC will later provide detailed roadmap

47m ago