অবরোধে ষোলশহর স্টেশনে আটকে পর্যটক এক্সপ্রেস

কর্মসূচিতে চট্টগ্রামে আটকা পড়েছে আন্তনগর পর্যটক একপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত

গাজীপুরে মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনা নেতা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবরোধ কর্মসূচিতে চট্টগ্রামে আটকা পড়েছে আন্তনগর পর্যটক একপ্রেস ট্রেন। অবরোধ চলাকালে ট্রেনটি ১১টা ৫৫ মিনিটে ষোলশহর স্টেশনে আটকা পড়ে।

আজ সোমবার দুপুরে ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'মুরাদপুর ও সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেল লাইন অবরোধের কারণে ট্রেনটি দুই ঘণ্টা যাবত আটকে আছে।'

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ষোলশহর সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সামনে রেল লাইন অবরোধ করেছে ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী আন্তনগর পর্যটক একপ্রেস ট্রেনটি ষোলশহর রেলস্টেশনে আটকা পড়ে।

এদিকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে না পারায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দুইটার দিকেও ট্রেনটি ষোলশহর রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল।

রেল কর্মকর্তারা জানান, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ছয়টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে বিকাল তিনটায় কক্সবাজার পৌঁছার কথা ছিল পর্যটক এক্সপ্রেস ট্রেনের। যাত্রা পথে বিমানবন্দর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এই ট্রেনে মোট ১৯টি কোচে আট শতাধিক যাত্রী রয়েছে।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago