গাজীপুর

বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সকালে গাজীপুরের আলিফ ক্যাজুয়াল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যানজট তৈরি হয়। ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে সকালে গাজীপুরের আলিফ ক্যাজুয়াল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া মোড়ে কয়েকশ শ্রমিক এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। পৌনে এক ঘণ্টা পর তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার ছুটির অজুহাতে জুলাই ও আগস্ট মাসের বেতন আটকে রেখেছে। প্রায় ৮০০ শ্রমিকের মধ্যে ৬০০ থেকে ৭০০ শ্রমিক আন্দোলনে যোগ দেন। তারা জানান, বেতন না পাওয়ায় সংসার চালানো এবং বাসা ভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। অবরোধ চলাকালে শ্রমিকরা মহাসড়কে বসে স্লোগান দেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের ইন্সপেক্টর ফারুকুল আলম শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয় এবং শ্রমিকরা আলোচনার জন্য কারখানার ভেতরে যান।

গাজীপুর ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শফিকুল আলমও জানান, কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মালিকপক্ষ গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখে, যার ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago