ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করায় এক কসাইকে জরিমানা

ফাইল ছবি। স্টার

গাজীপুরে অবৈধভাবে ১০টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে একজন কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানাধীন পশ্চিম শৈলডুবী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি গোপন কারখানায় ঘোড়াগুলোকে জবাই করার প্রমাণ পাওয়া যায়।

কাশিমপুর মেট্রো থানার পুলিশের সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছিবুল ইসলাম। তিনি অভিযুক্ত প্রধান কসাই আলফাজ সরকারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ঘোড়ার মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।

কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করেছেন।

এদিকে সোমবার সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, ওই এলাকায় জনৈক জহিরের গরুর খামারের আড়ালে একটি গোপন কারখানায় ১০টি ঘোড়া জবাইয়ের সময় পুলিশ ৯ জন কসাইকে আটক করেছে। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেন।

আটক কসাইরা হলেন— শাহীনুর (৩৫), আলফাজ সরকার (৪৫), সিরাজুল (৬০), করিম (৩৭), তাজরুল (২৯), ফরহাদ (৩২), নজরুল ইসলাম (৩৫), বিল্লাল মিয়া (৫২) ও রায়হান (২৫)।

 

Comments