পরিমাণে কম দেওয়ায় ২ ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা

জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ায় নোয়াখালী পৌর এলাকার দুটি ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

প্রতিষ্ঠান দুটি হলো—পায়রা ফিলিং স্টেশন ও সোনাপুর ফিলিং স্টেশন।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সহায়তায় চারটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান ও কাইসারী আক্তার।

বিএসটিআই নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক শেখ মাসুম বিল্লাহ জানান, পরিমাপক পাত্রে জ্বালানি তেল নিয়ে দেখা গেছে পায়রা ফিলিং স্টেশনে ১০ লিটারে ৬০ মিলিলিটার এবং সোনাপুর ফিলিং স্টেশন ১০০ মিলিলিটার কম দেয়।

এ অভিযোগে পায়রা ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা এবং সোনাপুর ফিলিং স্টেশনকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে আরও অংশ নেন বিএসটিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. জিল্লুর রহমান। তিনি জানান, শহরের মাইজদী এলাকায় সোনাপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের দুপাশে অবস্থিত আরও দুটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

সেগুলো হলো—মেসার্স আবদুল হক ফিলিং স্টেশন ও সাজ্জাদ ফিলিং স্টেশন।

ফাহিম হাসান খান বলেন, দুটি ফিলিং স্টেশনের কারচুপি হাতেনাতে ধরে ফেলা হয়েছে। দায়িত্বরত ব্যক্তিরা দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় কেবল অর্থদণ্ড দেওয়া হয়। তারা অঙ্গীকার করেছেন ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকবেন।

নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহম্মদ বলেন, দীর্ঘ দিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ওজনে কম তেল দিচ্ছে। জনস্বার্থে অভিযান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago