গাড়িবহর নিয়ে শোডাউন, চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীকে জরিমানা

গাড়িবহরে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছান দ্য ডেইলি স্টারকে বলেন, লোহাগাড়ায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গাড়িবহর নিয়ে শোডাউন করে সাতকানিয়া উপজেলা হয়ে চট্টগ্রাম থেকে আসেন চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজমুল মোস্তাফা। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, শোডাউন নিয়ে নির্বাচনী এলাকায় যাওয়ায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ডেইলি স্টারকে বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা আরোপের এটি প্রথম ঘটনা।

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন কঠোরভাবে আচরণবিধি বাস্তবায়ন করছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নাজমুল মোস্তফার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া হওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

CA to address nation at 6:00pm marking Victory Day

Bangladesh Television, BTV News and Bangladesh Betar will broadcast the address

29m ago