গাজীপুরে ‘স্ত্রীকে হত্যা’র পর স্বামী পলাতক
গাজীপুরের বাসন এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধারের সময় থেকে স্বামী পলাতক বলে জানা গেছে।
গাজীপুর মহানগরীর বাসন থানাধানীর চান্দনা এলাকার রমিজ আলীর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত মানসুরা আক্তার সুমা (২৮) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় ইউরো টেক্স বিডি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার স্বামী জালাল উদ্দিন দুলুও (৩০) একই কারখানায় কাজ করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, 'সুমা ও দুলু চান্দনা এলাকায় রমিজ আলীর বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাতে কারখানা থেকে বাসায় ফিরে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।'
'শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দুলু তার শ্বশুরকে ফোন করে জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং বাসায় এসে লাশ নিয়ে যেতে বলেন,' যোগ করেন ওসি।
খবর পেয়ে নিহতের বাবা বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে সুমার স্বজনরা ঘটনাস্থলে এসে ঘরের বাইরে তালা ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর সুমার মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments