কালিয়াকৈরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, ১০ মোটরসাইকেলে আগুন, আহত ৫

সংঘর্ষের সময় ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। 

আজ রোববার সন্ধ্যায় উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের সমর্থকরা গণসংযোগ করতে রাখালিয়াচালা এলাকায় যায়। তখন
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন সেখানে থাকা নেতাকর্মী ও স্থানীয়দের ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। 

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। 

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের আগুন নেভায়।

যোগাযোগ করা হলে মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার কর্মী-সমর্থকরা প্রচারণায় গেলে একটি পক্ষ তাদের ওপর হামলা চালায় এবং তাদের কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়।'

ইশরাক সিদ্দিকী বলেন, 'এই আসনের মনোনয়ন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আছে। তারই প্রতিফলন হিসেবে আমার সমর্থকরা বিক্ষোভ করে। কিন্তু মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়।'

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম দ্য ডেইলি স্টারকে জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago