কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দুর্ঘটনার তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের মো. জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন নাহার (৩০) ও তাদের ১২ বছরের ছেলে মো. হুরাইরা। অপরজন হলেন গাজীপুরের মাওনার কেউরা এলাকার শফিকুল ইসলাম (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মাওনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহিদ ও তার ছেলে মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী ও অপর এক যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ওসি আব্দুল মান্নান বলেন, 'দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

ACC to scrutinise affidavits of aspirants

For the first time, the Anti-Corruption Commission will scrutinise the affidavits of general election aspirants to hold them accountable for their declared assets and liabilities.

8h ago