ভূমিকম্পে টঙ্গী-শ্রীপুরে শতাধিক শ্রমিক আহত

স্টার অনলাইন গ্রাফিক্স

ভূমিকম্পে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ভূমিকম্পে দুই শিল্পাঞ্চলের শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাইরে বের হওয়ার সময় হুড়োহুড়িতে আহত হওয়ার ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, ভূমিকম্পের সময় গেট বন্ধ থাকায় টঙ্গী বিসিকের একটি কারখানার শ্রমিকরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি কারখানাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ ভূমিকম্পে শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে বহু শ্রমিক আহত হন।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তারেক হাসান জানান, 'ভূমিকম্পের পর অনেক শ্রমিক হাসপাতালে ভর্তি হতে আসেন। তবে বর্তমানে ঠিক কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।'

জানতে চাইলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা টিএস শফিকুল ইসলাম জানান, বিভিন্ন কারখানার শতাধিক শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

3h ago