নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
ঢাকা ও গাজীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব-১।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং গাজীপুরের শ্রীপুর থেকে তাদের আটক করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
আটকরা হলেন—নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলার মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালী, একই উপজেলার মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে শাহিন ভূঁইয়া এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুছা সানার ছেলে শাহিন সানা।
রাকিব হাসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে ঘিরে র্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের মধ্যে দুজনকে উত্তরা পশ্চিম থানা ও একজনকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Comments