গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা, আটক ৫

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ছবি: সংগৃহীত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান দ্য ডেইলি স্টারকে জানান, নিহতের ভাই মো. সেলিম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সন্দেহজনক পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আটককৃতদের নাম-ঠিকানা পরবর্তীতে জানানো হবে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন (৪০) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে সাংবাদিক তুহিনের সঙ্গে ৪-৫ জন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

গুরুতর আহত অবস্থায় তুহিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া বাসন থানার এসআই জহিরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'নিহত তুহিন একজন গণমাধ্যমকর্মী। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

এ বিষয়ে দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক ডেইলি স্টারকে বলেন, 'আমাদের পত্রিকাটি ময়মনসিংহ থেকে প্রকাশিত হয়। আসাদুজ্জামান তুহিন গত পাঁচ বছর ধরে গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছিলেন।'
 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago