ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কয়েকশ বছর পুরোনো একটি মাজার ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ শনিবার বিকেলে মাজারের খাদেম মো. সাইদুর রহমান এ মামলা করেন। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে মাজারে যান বেশ কয়েকজন ভক্ত। তারা দেখতে পান মাজারের মূল অংশের সীমানার দেয়াল ভেঙে পড়ে আছে। এছাড়া মাজারের ভেতরে বেশকিছু জায়গায় মানুষের মলমূত্র ও গোবর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
ওসি মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একাংশের দেয়াল ভাঙচুর করা হয়েছে। পলিথিনে গোবর ভরে মাজারে নিক্ষেপ করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


Comments