বিক্ষোভ-ভাঙচুরের পর জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ স্থগিত

জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের বেড়া গতকাল ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় আজ বুধবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের জন্য টিনের বেড়া তৈরি করা হয়েছিল। অভিযোগ আছে এলাকার বিক্ষুব্ধ একদল মানুষ সেই বেড়া ভেঙে দেয়।   

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিম করা হয়।

গত ২৪ জানুয়ারি স্থানীয় 'টি-স্টার ক্লাব' জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয়। টিনের বেড়া দিয়ে ঘেরা মাঠে গ্যালারির টিকিটের মূল্য ছিল ৩০ টাকা এবং চেয়ারের টিকিটের মূল্য ছিল ৭০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ লোকজন মাঠের টিনের বেড়া ভেঙে দেয়। এর আগে বিকেলে আসর নামাজের পর তিলকপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, 'ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।'

টি-স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি সামিউল হাসান ইমন জানান, 'মাঠে পুরুষদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর বুধবার নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিক্ষোভকারীরা এসে টিনের বেড়া ভেঙে দিয়ে যায়।'

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, নারীদের ম্যাচ নিয়ে বেড়া ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

এ ঘটনায় আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমের মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, এলাকার মাইকিং করে আজকের ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago