টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ছবি: স্টার

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন। 

আজ সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

গোপালপুর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, সকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী হঠাৎ উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা চালায়। পরে অফিসের আরও দুই কর্মচারীকেও মারধর করা হয়। এ সময় তারা অফিস ভাঙচুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলে।

তিনি আরও বলেন, আমরা সম্প্রতি কিছু দালালদের সুবিধা দিতে পারিনি। সম্ভবত সেই কারণেই এই হামলাটি হয়েছে।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সরকারি অফিস ভাঙচুর ও কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ডেইলি স্টারকে বলেন, নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম-দুর্নীতি ও অনৈতিক কাজে জড়িত। আমরা ভুক্তভোগীদের  নিয়ে অফিসে গেলে তিনি আমাদের সঙ্গে অসদাচরণ করেন।

গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন ভূঁইয়া মামুন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

10h ago