‘নেতৃত্ব সৎ-গণতান্ত্রিক হলে, দেশের প্রতি ভালোবাসা থাকলে কত বড় পরিবর্তন হয় দেখলাম’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'নেতৃত্ব সৎ হলে, সাহসী হলে, গণতান্ত্রিক হলে, দেশের প্রতি ভালোবাসা থাকলে যে কত বড় একটা পরিবর্তন দেশে হতে পারে সেটার প্রমাণ আমরা দেখেছি দেশনেত্রীর তিরোধানের মাধ্যমে।'
তিনি আরও বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ক্ষমতায় নাই, ওনার পরিবারের কেউ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই। এরপরও সমস্ত দেশগুলো যে আস্থা রেখেছে বিএনপির ওপরে, তারেক রহমানের নেতৃত্বে, ওনার পরিবারের প্রতি যে সম্মান দেখিয়েছে, এটা তো বাংলাদেশের জন্য সম্মান।'
আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, 'আমাদের অনেক বিদেশি বন্ধুরা পরিবারের প্রতি সহানুভূতি জানানোর জন্য এসেছে, সার্কভুক্ত ও সাউথ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে দেশে এবং দেশের বাইরে আমাদেরকে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে এবং বাংলাদেশকে তারা যে চোখে দেখছে, সেটা সাধারণ একটি দেশ হিসেবে নয়—আমরা একটা জায়গায় পৌঁছেছি। বেগম খালেদা জিয়ার যে অবদান তার স্বীকৃতি হিসেবে তারা বাংলাদেশে আসছে।'
তিনি বলেন, 'আগামীতে বাংলাদেশের সঙ্গে এই সমস্ত দেশগুলোর সম্পর্ক সম্বন্ধে আমরা আলোচনা করেছি। জনগণের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে আগামী দিনে তাদের সঙ্গে আমরা কী ধরনের সম্পর্ক করতে চাই এবং তাদের সঙ্গে বৈদেশিক সম্পর্ক কী হবে, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন সব কিছু মিলিয়ে সবার একটা আগ্রহ বাংলাদেশের সঙ্গে কাজ করার। আগামী নির্বাচিত সরকার আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং তারা এটার ওপর গুরুত্ব দিচ্ছে।'
বর্তমান বিশ্বে সাউথ এশিয়া সবচেয়ে কম ইন্টিগ্রেটেড রিজিয়ন উল্লেখ করে তিনি বলেন, 'আগামী দিনে আমরা কীভাবে ইন্টিগ্রেটেড করতে, কীভাবে সাপ্লাই চেইন ইমপ্রুভ করতে পারি, আমাদের অর্থনৈতিক উন্নয়নে একজন আরেকজনের সাথে কীভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে—এই বিষয়গুলো উঠে এসেছে।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার মানে আস্থার প্রমাণ উল্লেখ করে দলটির এই নেতা আরও বলেন, 'তার নেতৃত্বে আস্থা আছে বলেই তারা কিন্তু ওনার সাথে দেখা করেছে। এটা কোনো সরকারি ভিজিট না, ওনার পরিবারের জন্যই ভিজিট।'
'নেতৃত্ব সৎ হলে, সাহসী হলে, গণতান্ত্রিক হলে, দেশের প্রতি ভালোবাসা থাকলে যে কত বড় একটা পরিবর্তন দেশে হতে পারে সেটার প্রমাণ আমরা দেখেছি দেশনেত্রীর তিরোধানের মাধ্যমে। তার প্রতি এই অঞ্চলের সমস্ত দেশগুলোর সম্মান, সারা বিশ্ব যে সম্মান দেখিয়েছে, এখন আমাদের ওপর দায়িত্ব হচ্ছে এটাকে ধরে রাখতে হবে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কীভাবে এটা ধরে রাখব আগামী দিনে এটা চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ বিএনপির পক্ষ থেকে আমরা সবাই গ্রহণ করেছি। এভাবেই আগামীর বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি,' যোগ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বার্তা প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, 'বাংলাদেশের সাথে আগামী দিনে একটা সুসম্পর্ক সবাই চাচ্ছে এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি তাদের আস্থা আছে বলেই ওনারা এতদূর ট্র্যাভেল করে এসে, ওনার সাথে দেখা করে, ওনার প্রতি, পরিবারের প্রতি সহানুভূতি দিচ্ছে। এটা তো একটা উদাহরণ।'
'দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ক্ষমতায় নাই, ওনার পরিবারের কেউ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই। এরপরও সমস্ত দেশগুলো যে আস্থা রেখেছে বিএনপির ওপরে, তারেক রহমানের নেতৃত্বে, ওনার পরিবারের প্রতি যে সম্মান দেখিয়েছে, এটা তো বাংলাদেশের জন্য সম্মান। সেই সম্পর্ক শুধু ভারতের বেলায় না, সকলের বেলায় প্রযোজ্য,' যোগ করেন তিনি।
আমীর খসরু আরও বলেন, 'বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আমরা সকলের সাথে আমাদের সম্মানের সম্পর্কের কথা বলেছি। প্রত্যেকটি দেশের পারস্পারিক স্বার্থ সংরক্ষণের মাধ্যমে সম্পর্কের কথা বলছি। এভাবে আমরা আগামী দিনে পররাষ্ট্রনীতি পরিচালনা করব।'


Comments