খালেদা জিয়ার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনে ডিএমপির যে নির্দেশনা

ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন নির্বিঘ্নে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পৃথক প্রেস ও গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।

ডিএমপি জানায়, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরদেহ বহনকারী কনভয়টি এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা, গুলশান-কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ক্রসিং হয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।

মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

যান চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে 

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র‌্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র‌্যাম্প ব্যবহারের পরামর্শ।

সোনারগাঁও মোড় হতে ফার্মগেট/বিজয় সরণি (কাজী নজরুল ইসলাম এভিনিউ) রোডে সীমিত যান চলাচল করবে।

কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক পরিহারের নির্দেশ।

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং হতে দক্ষিণ দিকে বিজয়-সরণি/ফার্মগেটে সীমিত যান চলাচল করবে।

বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্থানগামী যানবাহনকে মহাখালী-জাহাঙ্গীর গেট-কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহারের নির্দেশ। 
 
মিরপুর থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ।

মিরপুর থেকে রমনা-মতিঝিলগামী যানবাহনকে শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচলের নির্দেশ। 

পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত।

ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং হতে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করবে।

যান চলাচল বন্ধ থাকবে

ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং

ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং

বিজয়-সরণি ক্রসিং

জিয়া উদ্যানের ক্রসিং

আসাদগেট ক্রসিং

রাপা প্লাজা ক্রসিং

গণভবন ক্রসিং

(অর্থাৎ, রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত বা আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং জিয়া উদ্যান সংলগ্ন বিজয় সরণির পশ্চিম ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।)

পার্কিংয়ের স্থান

ঢাকা মহানগরের যানবাহন পার্কিং করার জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠ। 

ঢাকার বাইরে থেকে আসা পাবলিক বাসসহ অন্যান্য যানবাহন পার্ক করা যাবে—মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নং সেক্টরের বৌ বাজার/গরুর হাট এলাকা ও পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সার্ভিস রোড।

আগামীকাল বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা ও রাস্তায় ডাইভারশন কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি। 

যেসব বিষয়ে নিষেধাজ্ঞা

আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনকে ঘিরে তিনটি নির্দেশনা জারি করেছে ডিএমপি। সেগুলো হলো—

শোকের সময় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ।

উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‌্যালি বা শোভাযাত্রা করা যাবে না।

উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

সবাইকে রাষ্ট্রীয় শোকের মর্যাদা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছে ডিএমপি। 

এ ছাড়া, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। তাকে রাষ্ট্রীয়ভাবে দাফনের সময় শহীদ জিয়ার মাজারে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। 

Comments

The Daily Star  | English
gold price rises in Bangladesh

Gold shines through 2025 amid price volatility

If there were a “metal of the year” award, gold would be a strong contender, maintaining an exceptional run even on the final trading day of 2025..Businesspeople said the retail gold market in Bangladesh has remained unstable over the past few months, driven by fluctuating global prices, s

8m ago