পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: বাসস

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাব পুনর্গঠনের বিষয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস ঈদের আগে পরিশোধ করতে হবে। কিন্তু অবৈধ শ্রমিকরা রাস্তায় ঝামেলা করলে বরদাশত করা হবে না।

ঈদে গরুর হাটকে কেন্দ্র করে রাস্তায় যানজট কমাতে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গরুভর্তি ট্রাক যেন রাস্তায় যানজট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে গরুর হাটে ছিনতাই ও মলম পার্টির দৌরাত্ম্য সৃষ্টি হয়। এটিকে শক্তভাবে দমন করার জন্য প্রতি হাটে ১০০ আনসার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদে দেশের বাইরের কোনো রাষ্ট্র থেকে গবাদি পশু বাংলাদেশে আসতে দেওয়া হবে না। চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

34m ago