আওয়ামী লীগকে মিছিল করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: ভিডিও থেকে নেওয়া

আওয়ামী লীগ যেন মিছিল বা সভা-সমাবেশ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বদলির পর নতুন কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে সরকার মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের তাদের নিজ বিভাগে পদায়নের বিষয়টি বিবেচনাধীন রয়েছে, যাতে তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন এবং ছুটির দিনগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন।

আজ জাহাঙ্গীর আলম চৌধুরী উত্তরা পশ্চিম, তুরাগ এবং উত্তরা পূর্ব থানাও পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের আবাসন, খাদ্য এবং কর্মপরিবেশের খোঁজখবর নেন এবং মানোন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা দেন।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago