গরু নিয়ে ফেরার পথে স্রোতে ভেসে গেল ২ বোন, মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গতকাল হাওর থেকে গরু নিয়ে ফেরার পথে খালের স্রোতে ভেসে যায় দুই বোন মারিয়া ও সামিয়া। ছবি: সংগৃহীত

বৃষ্টির মধ্যে হাওর থেকে গরু নিয়ে ফিরছিল দুই বোন। এগারো বছরের মারিয়ার সঙ্গে ছিল আট বছরের সামিয়া। কিন্তু খালের পানির তোড়ে ভেসে যায় দুই জনই, আজ শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে এই ঘটনা ঘটে।

মারিয়া ও সামিয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, দুই বোনের নিখোঁজের ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। সকালে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মারিয়া ও সামিয়া পার্শ্ববর্তী আকাশিয়া হাওরে গরু আনতে যায়। ফেরার পথে খালের পাড় দিয়ে হেঁটে আসার সময় প্রবল স্রোতে ভেসে যায় তারা। পরে রাতভর স্থানীয় লোকজন নৌকা নিয়ে তাদের খোঁজ করেন। পরদিন সকালে গোকর্ণ বেড়িবাঁধ সংলগ্ন তিতাস নদে প্রথমে মারিয়ার মরদেহ ভেসে ওঠে। সামিয়ার মরদেহ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।

মারিয়া, সামিয়ার চাচা দুলাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সারারাত কেউ ঘুমাইনি। ফায়ার সার্ভিস, পুলিশ সবাই চেষ্টা করেছে। সকালে একে একে দুই বোনের মরদেহ উদ্ধার হয়। আমাদের সব শেষ হয়ে গেল।'

স্থানীয়রা জানায়, মারিয়ার বাবা মিনার আলী কিছুদিন হলো বিদেশে গেছেন। চার সন্তানের মধ্যে মারিয়া ও সামিয়া ছিল বড় ও মেজ।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago