আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ একদল লোক।
আজ রোববার সকাল ১১টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় 'সর্বদলীয় সংগ্রাম পরিষদ'-এর ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে, গত বৃহস্পতিবার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এর আগে, ২৪ আগস্ট এই দুই আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল। সেদিন বিএনপি নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শারীরিকভাবে হেনস্তা ও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়েছিল। সেদিন শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী এক নেতার অনুসারীসহ বেশ কয়েকজন খসড়ার বিরোধিতা করেন।
এই সিদ্ধান্তের বিরোধিতাকারী 'সর্বদলীয় সংগ্রাম পরিষদ'-এর সভাপতি ইমাম হোসেন আজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিজয়নগরকে পরিকল্পিতভাবে বিভক্ত করার অংশ হিসেবেই এই দুই ইউনিয়নকে আলাদা করা হয়েছে। এতে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন স্থানীয়রা।' দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে ইউনিয়ন দুটি সদর আসনের সঙ্গে পুনর্বহালের দাবি জানান তিনি।
Comments