বিক্ষোভরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান 

বিডিআর সদস্যদের বিক্ষোভ
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর কাকরাইল মসজিদের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভরত চাকরিচ্যুত বিডিআর (বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

রাজধানীতে বিডিআরের (বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি) বরখাস্ত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

আজ সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন বরখাস্ত হওয়া বিডিআর সদস্য ও তাদের পরিবার।

আজ সকালে বিডিআরের অনেক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভে যোগ দেন। সকাল সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা মৎস্য ভবন হয়ে যমুনার দিকে যাচ্ছিলেন। পুলিশ প্রথমে শাহবাগের কাছে আটকানোর চেষ্টা করলেও তারা এগোতে থাকে।

এরপর রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মৎস্য ভবনের কাছে ব্যারিকেড দিলেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে কাকরাইলের দিকে এগিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ বাহিনী যমুনা যাওয়ার রাস্তা বন্ধ করে দিলে বিক্ষোভকারীরা কাকরাইল মোড়ে বিক্ষোভ শুরু করেন এবং ওই এলাকার সড়ক অবরোধ করেন। তারা সেখানে তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ১টার দিকে বিক্ষোভ চলছিল।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago