হাদি হত্যার বিচার দাবি: ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ।
বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুরে ঢাকার শাহবাগ, চট্টগ্রামের নতুনব্রিজ, রাজশাহীর তালাইমারী, সিলেটের চৌহাট্টা, খুলনার শিববাড়ি মোড়ে, বরিশালের নথুল্লাবাদে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
এছাড়া, গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে, কুমিল্লার পূবালী চত্বরে সড়ক অবরোধ করা হয়।
এতে রাজশাহী-ঢাকা, বরিশাল-ঢাকা, ময়মনসিংহ-ঢাকা ও চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ
দুপুর ২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। যদিও সকাল ১১টা থেকেই বেশ কয়েকজন বিক্ষোভকারী সড়কে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দেন।
এর আগে, গত শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। পরে গতকাল রাতে তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে যান।
উপদেষ্টা জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে।
পরে রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে ইনকিলাব মঞ্চ এবং রোববার দুপুর ২টায় বিভাগীয় শহরে অবরোধের ডাক দেয়।
চট্টগ্রাম
বন্দনগরীর চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় দুপুর ২টার দিকে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ডাকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
চবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব দ্য ডেইলি স্টারকে জানান, ন্যায়বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন। ওসমান হাদি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
অবরোধ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
এতে অংশ নেওয়া আপ বাংলাদেশের চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার বলেন, 'সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমরা ন্যায়বিচারের দাবিতে সড়কে নেমেছি।'
নতুনব্রিজ চৌরাস্তাটি শহরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানকে শাহ আমানাত সেতুর মাধ্যমে সংযুক্ত করে। অবরোধের কারণে এসব এলাকার মধ্যে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।
খুলনা
খুলনায় বিকেল ৪টার দিকে শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বানে বিক্ষোভকারীরা শিববাড়ি মোড়ের পশ্চিম দিকের সড়ক অবরোধ করে সেখানে বসে পড়েন। অবস্থান কর্মসূচিতে নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া রিয়াজুল করিম ডেইলি স্টারকে বলেন, 'শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ন্যায়বিচারের দাবিতে রাজপথ ছাড়ব না।'
বরিশাল
বরিশালে রোববার বিকেল সোয়া ৩টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
তারা জানান, হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ পালন করছেন।
অবরোধের ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একইসঙ্গে বরিশাল থেকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর এবং অন্যান্য জেলার সাথে
সংযোগকারী অন্তত ৩২টি রুটে শত শত যানবাহন আটকা পড়ে।
রাজশাহী
রাজশাহী নগরীর তালাইমারী মোড়ে আজ রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
বিক্ষুব্ধরা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেয়।
অবরোধে ব্যস্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।
সিলেট
সিলেটে বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টায় অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
এতে শহরের ভেতরে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
গাজীপুর
গাজীপুরে আজ রোববার বিকেল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়ে সড়ক অবরোধ করে।
গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকাল ৩টার দিক থেকে আন্দোলনকারীরা সড়কের এক পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।'
এতে মহাসড়কের দুই লেনের মধ্যে একটি লেন পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং অপর লেন দিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, 'শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে একই সময়ে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
এতে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট।
এনসিপির জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, 'হাদির ওপর হামলার বিচার সারাদেশের মানুষ চায়। সেই বিচার দ্রুত করার দাবিতেই আজ সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।'
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল শুরু বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন।
পরে প্রায় দেড় ঘণ্টা পর সাড়ে ৪টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান।
কুমিল্লা
হাদি হত্যার বিচারের দাবিতে আজ রোববার বিকেলে কুমিল্লা শহরের পূবালী চত্বরে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চ, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা।
এতে অংশ নিয়ে কুমিল্লা মহানগর এনসিপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাশিদুল হাসান বলেন, 'হাদি হত্যার বিচার না হলে অচিরেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব।'


Comments