ভাঙ্গায় সড়ক-রেল অবরোধ, আটকে আছে ২ ট্রেন

রোববার সকালে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ করেন। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ রোববার সকাল থেকে স্থানীয়রা তিন দিনব্যাপী সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছেন। এতে ঢাকা ও খুলনাগামী দুটি ট্রেন আটকে আছে।

তারা ফরিদপুর-৪ সংসদীয় আসনের অধীনে থাকা ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ সংসদীয় আসনের যুক্ত করার এই কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে ব্যানার ও কাফনের কাপড় পড়ে সড়কের ওপরে শুয়ে পড়েন আন্দোলনকারীরা।

ভাঙ্গা রেলস্টেশনের সহকারী শাসন মাস্টার রনি ব্যাপারী বলেন, 'ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনের কাছে আটকে দিয়েছেন অবরোধকারীরা। এছাড়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সবুজ সংকেত না পাওয়ায় ভাঙ্গা জংশন স্টেশনে থেমে আছে।'

আজ সকাল সাতটা থেকে আটটার মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকা ও হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি শুরু হয়।

সকাল আটটা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী বাসস্ট্যান্ড, মাধবপুর বাসস্ট্যান্ড ও ভাঙ্গা উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

গতকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে তিনি রোববার থেকে টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়।

তাদের দাবি মানা না হলে সকল রাজনৈতিক দল মিলে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার কথা বলা হয় ওই সংবাদ সম্মেলনে।

Comments