ফরিদপুরের বোয়ালমারীতে ১৩ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে আগুনে পুড়ে গেছে ১৩টি দোকান।
শনিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাদিরদি বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে বাজারের মুদি, ওষুধ, চা, কাপড়, বীজ, জুতার দোকানসহ ১৩টি পুড়ে গেছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ জানান, কাপড়ের দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পরে।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, 'আমার রাত ১০টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি।'
Comments