চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতা নিহত, ২ মহাসড়কে অবরোধ

চট্টগ্রামে সড়কে হেফাজতে ইসলামের এক নেতা নিহত হওয়ার ঘটনায় বিচার দাবিতে সংগঠনটির কর্মী-সমর্থকেরা চট্টগ্রামের দুটি প্রধান আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জানিয়েছেন।
চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে আজ বুধবার সকাল ৮টার দিকে এই অবরোধ শুরু হয়। এতে তীব্র যানজট তৈরি হয়। অবরোধ চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেফাজতের একদল সমর্থক চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মাদরাসার উত্তর গেটের কাছে অবরোধ করে। আরেক দল চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের কলেজ গেট এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই অবরোধের কারণে উভয় মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।
একদিন আগেই হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
তিনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, তখন একটি দ্রুতগামী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো তারেক আজিজ সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছে।
Comments