হেফাজত ইসলাম দুঃখপ্রকাশ করায় প্রত্যাহার হচ্ছে আইনি নোটিশ

গত ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। ছবি: স্টার

মহাসমাবেশে বক্তার 'আপত্তিকর' বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করায় হেফাজতে ইসলাম বাংলাদেশকে ছয় নারীর দেওয়া আইনি নোটিশ প্রত্যাহার হয়ে যাবে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে নোটিশদাতারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে নারী সংস্কার কমিশনের সদস্যদের 'গালিগালাজ' করায় গতকাল হেফাজতকে আইনি নোটিশ দেন ছয় নারী।

পরে আজ এক বিবৃতিতে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ওই বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন।

এরপর নোটিশদাতারা বিবৃতিতে বলেন, 'নারীকে প্রকাশ্যে গালিগালাজ করার পর, আইনি নোটিশের জবাবে হেফাজতের ক্ষমা চাওয়াকে আমরা সাধুবাদ জানাই এবং গ্রহণ করি।' 

'তবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, তারা প্রেস রিলিজে বলেছেন যে, নারীকে "পণ্য" বানানোর পশ্চিমা এজেন্ডা তারা মেনে নেবেন না এবং ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে ছাড় দেবেন না। এছাড়াও তারা বলেন, "উগ্র নারীবাদীদের লেলিয়ে" দেওয়া হয়েছে। এই ফ্রেমিংয়ের রাজনীতি থেকে তাদের আমরা বেরিয়ে আসার আহ্বান জানাই,' যোগ করা হয় বিবৃতিতে।

নোটিশদাতারা বলেন, 'ক্ষমা প্রার্থনাকে মেনে নিয়েই তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ভবিষ্যতে টেবিল টক কিংবা পাবলিক ডিবেটের মাধ্যমে নারীদের সঙ্গে আলাপে অংশ নিতে এবং নারীর সমঅধিকার কোনোভাবেই পশ্চিমা এজেন্ডা নয়।'

তারা আরও বলেন, 'লিগ্যাল নোটিশের একটি কপি তাদের কার্যালয়ে পৌঁছে যাবে আইন মোতাবেক। তারা তাদের বর্তমান প্রেস রিলিজটি দিয়ে, আইনজীবীকে জানিয়ে দিলেই এর মাধ্যমে এই লিগ্যাল নোটিশটি প্রত্যাহার হয়ে যাবে।'

লেখক-অ্যাকটিভিস্ট উম্মে রায়হানা, উম্মে ফারহানা, ক্যামেলিয়া শারমিন চূড়া এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ সোমবার অ্যাডভোকেট পলাশের মাধ্যমে এ আইনি নোটিশ দিয়েছিলেন।

যোগাযোগ করা হলে নীলিমা দোলা দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেহেতু তারা দুঃখপ্রকাশ করেছেন, তাই আমরা মনে করছি তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। এ অবস্থায় মামলা করার বিষয়টি আর থাকছে না।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago