নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ নিহত ৬
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কবিরহাট পৌর এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। পুলিশ তিনজনের পরিচয় জানতে পেরেছে। তারা হলেন—অটোরিকশাচালক কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে মো. শাহ আলম (৪৭), একই উপজেলার চর কাঁকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সুমন (৩০) এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান (২২)।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রুবেল বলেন, অটোরিকশাটি বসুরহাট পৌর এলাকার উদ্দেশে যাচ্ছিল, সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কবিরহাট স্টেশন লিডার ফিরোজ আলম বলেন, ঘটনাস্থল থেকে তারা তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং আহত বাকি তিনজনকে হাসপাতালে নিয়ে যান।
যোগাযোগ করা হলে কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসকে দেবনাথ বলেন, '২২ বছর বয়সী এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল, তবে আগেই তার মৃত্যু হয়েছে। আরও একজন নারী ও একজন পুরুষকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়, তারাও মারা গেছেন।'
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব আহমেদ চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শাহীন মিয়া ডেইলি স্টারকে আরও বলেন, 'দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি রেখে পালিয়ে যান।'


Comments