ব্রাহ্মণবাড়িয়ায় আবারও প্রকাশ্যে গুলি, যুবক আহত

বন্দুকযুদ্ধ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরও একটি প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক যুবক।  

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কালিবাড়ি মোড়ে গুলিতে আহত হন শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে রাব্বি মিয়া (৩০)।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) শাহ মোহাম্মদ আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের গুলিবিদ্ধ রাব্বি জানান, তিনি এক বন্ধুর সঙ্গে একটি সালিশে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পরপরই গুলির ঘটনা ঘটে এবং তিনি বুকে গুলিবিদ্ধ হন। তবে হামলাকারীদের তিনি চিনতে পারেননি।

এসপি শাহ মোহাম্মদ আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ কাজ করছে এবং যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।'

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

এর আগে, গত ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরে রাস্তার ওপর প্রকাশ্যে গুলিতে ৩ জন আহত হয়। ওই দিনই কয়েক ঘণ্টা পর একই এলাকায় ৩২ বছর বয়সী সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ ওঠে।

তার আগে, ১ নভেম্বর দীর্ঘদিনের বিরোধের জেরে নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের একটি রেস্টুরেন্টের ভেতরে ২ জনকে গুলি করে হত্যা করা হয়।

গত ২৪ অক্টোবর একই উপজেলায় সাবেক যুবদল নেতা মফিজুর রহমান মুকুলও গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

3h ago