৩ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টি, সিলেট শহরে তীব্র জলাবদ্ধতা

সিলেটে জলাবদ্ধতা
ছবি: শেখ নাসির/স্টার

মৌসুমি আবহাওয়া ও নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণের ফলে আজ শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ।

সিলেটে জলাবদ্ধতা
ছবি: শেখ নাসির/স্টার

তবে বিকেল ৩টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিলেট।

সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হলেও, নগরীর পানি সরিয়ে নেওয়ার ধীরগতি এবং নগরীর প্রাকৃতিক ছড়া ও ড্রেন উপচে জলাবদ্ধতা দেখা দেয়।

আম্বরখানা-এয়ারপোর্ট সড়কসহ নগরীর বেশকিছু প্রধান সড়ক এবং সিলেট রেলওয়ে স্টেশনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্লাবিত হয়েছে। এছাড়াও হাওয়াপাড়া, জালালাবাদ, পাঠানটুলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, টিলাঘর, মেজরটিলা, শাহপরাণসহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, 'অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টি হওয়ায় নগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়। তবে বৃষ্টি থামার পর পানি বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।'

এদিকে, জলাবদ্ধতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য সিলেট সিটি করপোরেশন একটি 'কন্ট্রোল রুম' চালু করেছে। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সচিবদের নিজ নিজ এলাকায় অবস্থান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় সারিগোয়াইন নদীর পানির স্তর শুক্রবার বাড়তি থাকলেও শনিবারে কিছুটা কমেছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানিয়েছেন, 'গোয়াইনঘাট-রাধানগর সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানচলাচল কিছুটা সীমিত হয়েছে। তবে এখন পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করে কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago