ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর কোথায়, খতিয়ে দেখবে দুদক

ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা পরিদর্শনে দুদক। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে বিপুল পরিমাণ পাথর লুটের ঘটনার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

স্থানীয় ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে প্রমাণ ও বক্তব্য সংগ্রহের জন্য আজ বুধবার বিকেলে দুদকের ৯ সদস্যের একটি দল সাদা পাথর এলাকা পরিদর্শন করে।

পরিদর্শন শেষে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন সাংবাদিকদের জানান, তারা লুট হওয়া পাথর কোথায় নেওয়া হয়েছে, তা তদন্ত করছেন।

তিনি বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রমাণ পেয়েছি। এর সঙ্গে কারা জড়িত ছিল, প্রশাসন কেন নীরব ছিল, কারও যোগসাজশ ছিল কিনা এবং লুট হওয়া পাথর কোথায় নেওয়া হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।'

তিনি আরও বলেন, 'পরিদর্শনের সময় আমরা স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, গত ১ বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে-দুপুরে এসব পাথর তোলা হয় এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি।

পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্নে হাইকোর্টে ইতোমধ্যে একটি রিট আবেদন করা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Why are directors of listed companies transferring shares as 'gift'?

Directors are now transferring shares more often as the NBR recently waived tax on such transfers

3h ago