ভোলাগঞ্জের সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চেয়ে রিট

সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটনস্থান ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় এখন আর পাথর নেই, পড়ে আছে শুধু বালু। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। 

রিটে আবেদন করা হয়েছে যেন ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ রিট করেন।

এছাড়া, সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয় রিটে।

অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল তিনি হাইকোর্টে রিট আবেদনটি উত্থাপনের চেষ্টা করবেন।

উল্লেখ্য, গত ১ বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে-দুপুরে এসব পাথর তোলা হয় এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

14m ago