ঢাকায় বর্জ্য অপসারণে ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী, ২৪ ঘণ্টায় শহর পরিষ্কারের লক্ষ্য

রাজধানীর পোস্তগোলার পশুর হাট থেকে তোলা ছবি। ছবি: স্টার

ঈদে কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। রাজধানীজুড়ে দ্রুত ও দক্ষভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত থাকবে বলে জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী মোতায়েন করবে, যাদের সহায়তায় থাকবে ২০৭টি ডাম্প ট্রাক, ২০০টি মিনি ট্রাক এবং অন্যান্য পরিচ্ছন্নতা সরঞ্জাম। এই সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৩০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে।

প্রস্তুতি হিসেবে, ডিএসসিসি ৭৫টি ওয়ার্ডে এক দশমিক চার লাখ বায়োডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার এবং ২২২ গ্যালন জীবাণুনাশক বিতরণ করেছে।

ঈদ উপলক্ষে ডিএসসিসির দায়িত্বপ্রাপ্ত সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে, যেন কাজে কোনো বিঘ্ন না ঘটে। ঈদ জামাত, পশুর হাট এবং বর্জ্য অপসারণ সংক্রান্ত জরুরি সমন্বয়ের জন্য নগর ভবনে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, 'আমরা বাসিন্দাদের শুধুমাত্র নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়া এবং বর্জ্য ফেলার জন্য অনুরোধ করছি। দয়া করে যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না।'

অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) একই ধরনের পদক্ষেপ নিয়েছে। তাদের জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে, ঈদে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ ভ্যান এবং ২৪টি পেলোডার সক্রিয় থাকবে।

ডিএনসিসি এবারের ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় সাড়ে ১২ লাখ পলিথিন ব্যাগ, দুই হাজার ৫০০ বস্তা ব্লিচিং পাউডার এবং চার হাজার ক্যান জীবাণুনাশক বিতরণ করেছে। এছাড়াও, কোরবানির পশুর বর্জ্য ফেলার জন্য আমিনবাজার ল্যান্ডফিলে শুধুমাত্র এই বর্জ্য ফেলার জন্য একটি আলাদা প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে। পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সেখানে দুটি গর্ত (ট্রেঞ্চ) খনন করা হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আজাজ বলেন, 'কোরবানির বর্জ্য দ্রুত সরিয়ে নেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে।'

তিনি আরও যোগ করেন, 'শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আমরা দিনের মধ্যেই কোরবানির সমস্ত বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছি।'

ডিএনসিসি এ বছর ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য সরানোর প্রস্তুতি নিয়েছে। ডিএসসিসির মতো তারাও তিন দিনের এই কার্যক্রমে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে নামাবে।

Comments

The Daily Star  | English
gopalganj violence latest update

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

1h ago