এবারের ঈদে ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে

স্টার ফাইল ফটো/পলাশ খান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ঈদুল আজহায় সারাদেশে ৯১ লাখ ৩৬ হাজারের বেশি পশু কোরবানি হয়েছে।

এর মধ্যে ৪৭ লাখ পাঁচ হাজার গরু-মহিষ এবং ৪৪ লাখ ৩০ হাজার ছাগল ও ভেড়া। বাকিগুলো ছিল অন্য ধরনের পশু।

আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার কোরবানির পশুর উৎপাদন বেশি হওয়ায় প্রায় ৩৩ লাখ ১০ হাজার পশু অবিক্রিত থেকে গেছে।

অবিক্রিত এসব পশু ঈদের বাইরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ব্যবহার করা হতে পারে।

সবচেয়ে বেশি কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে ২৩ লাখ ২৪ হাজার। এরপর ঢাকা বিভাগে ২১ লাখ ৮৫ হাজার পশু।

চট্টগ্রামে ১৭ লাখ ৫৩ হাজার পশু কোরবানি হয়েছে। রংপুর বিভাগে এ সংখ্যা নয় লাখ ৬৪ হাজার এবং খুলনা বিভাগে আট লাখ চার হাজার।

বরিশাল বিভাগে চার লাখ ৭০ হাজার পশু কোরবানি হয়েছে। সবচেয়ে কম সংখ্যা ময়মনসিংহ বিভাগে তিন লাখ ৮৩ হাজার এবং সিলেট বিভাগে তিন লাখ ১৯ হাজার।

Comments

The Daily Star  | English

UN warns Myanmar conflict blocking Rohingya return

UN special envoy to Myanmar says escalating conflict presents a seemingly insurmountable barrier to their return

15m ago