নগর ভবনের সভায় ইশরাক, ব্যানারে লেখা ‘মাননীয় মেয়র’

নগর ভবনে আয়োজিত সভায় ইশরাক হোসেনকে 'মেয়র' উল্লেখ করে ব্যানার ব্যবহার করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদর দপ্তর নগর ভবনে সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এ মতবিনিময় সভার ব্যানারে তার নামের আগে 'মাননীয় মেয়র' লেখা হয়েছে।

আজ সোমবার দুপুরে নগর ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে।

কিন্তু, স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণের ব্যবস্থা না করায় ইশরাক ঘোষণা দেন যে, সরকার শপথ করাতে ব্যর্থ হলে তিনি নিজেই ঢাকাবাসীর সমর্থন নিয়ে মেয়র হিসেবে শপথ নেবেন।

পরে, আজ সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে একটি সভা আয়োজন করা হয় এবং ইশরাককে এতে আমন্ত্রণ জানানো হয়। 

ডিএসিসি সূত্র জানিয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা নিশ্চিত করতে এবং নাগরিকসেবা উন্নত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইশরাক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উপস্থিত কয়েকজন তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট উপহার দেন।

ব্যানারে 'মেয়র' উল্লেখ করা নিয়ে জানতে চাইলে ইশরাক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আমরা ডিএসসিসির কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। আমি এই অনুষ্ঠানের আয়োজন করিনি। যদি কেউ আমাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় এবং তারা আমাকে "মেয়র" হিসেবে সম্বোধন করে, এটি তাদের পছন্দ, আমি নিজে কিছু বলছি না।'

'এটি (মেয়র) জনগণের দাবি এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটাকে বহাল রেখেছে,' বলেন তিনি।

ইশরাক আরও বলেন, 'যারা এই সম্বোধন নিয়ে প্রশ্ন তুলছেন তাদের আরও শিক্ষিত হতে হবে। নির্বাচন কমিশনের জারি করা গেজেটে স্পষ্টভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Dhaka airport fire insurance claims

Businesses file Tk 600cr insurance claims over Dhaka airport fire

A government probe has found that unsafe storage practices and the absence of fire protection systems allowed the blaze to spread.

12h ago