ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচনের ‘মহা উৎসব’: প্রধান উপদেষ্টা

ঐকমত্য কমিশনের সভায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে একটি 'মহা উৎসব', যা জাতির জন্য নবযাত্রার সূচনা ঘটাবে।

আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, 'ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। যদি আমরা আমাদের এগুলো ফয়সালা করে ফেলতে পারি তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা মহা উৎসব।'

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন গঠনের সময় তিনি নিশ্চিত ছিলেন না এ উদ্যোগ সফল হবে কি না। 

কিন্তু দীর্ঘ আলোচনা ও ধৈর্যের মধ্য দিয়ে কমিশনের সদস্যরা একটি 'অভূতপূর্ব দৃষ্টান্ত' স্থাপন করেছেন বলে উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস বলেন, 'আপনারা মূল কাজটা করে ফেলেছেন, সামান্য রাস্তা বাকি। সবকিছু নির্ভর করছে শেষ অংশটুকুর ওপর। বাকি রাস্তাটুকু যেন আপনারা সুন্দরভাবে সমাপ্ত করেন, পৃথিবীর জন্য নজির সৃষ্টি করেন।'

তিনি সতর্ক করে বলেন, সমঝোতার পথ ছাড়া আর কোনো বিকল্প নেই।

'যত কথাই আমরা বলি, যত যুক্তি দিই—সমাধান এখানেই। আমাদের জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার সুযোগ ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের দিয়েছে, সেটার একমাত্র সমাধান হলো সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা,' বলেন প্রধান উপদেষ্টা।

জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, 'আপনারা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, বিন্দুমাত্র সন্দেহ নাই। ইতিহাসের স্মরণীয় অধ্যায় রচনা করেছেন। এখন শুধু এটাকে নিখুঁতভাবে শেষ করতে হবে।'

ড. ইউনূস আশা প্রকাশ করেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর, যা দেশের নতুন যাত্রার সূচনা করবে।

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

5h ago