জাতীয় নির্বাচন হবে কি না, জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: স্টার

জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কি না এ নিয়ে মানুষ সন্দিহান— এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

ব্যারিস্টার রুমিন বলেন, 'নির্বাচনকে ঘিরে স্বভাবগতভাবেই একটা ভয় আর অনিশ্চয়তা আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক আর বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব দাবি নিয়ে এগিয়ে আসছে। কেউ বলছে নিম্নকক্ষে পিআর না হলে তারা নির্বাচনে যাবে না, কেউ চাইছে নির্বাচনের আগে গণভোট, আবার কেউ বলছে ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে তারা অংশ নেবে না। এসব মিলিয়ে নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।'

তিনি আরও বলেন, 'স্বাধীনতার ৫৩ বছর পরও সরকারে না থেকেও কিছু মানুষ সরকারি সুবিধা ভোগ করছে, আর তারা সেই সুবিধা ছাড়তে চায় না। এ কারণেই জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে।'

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এ পরিস্থিতিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কি না জানতে চাইলে রুমিন জানান, গত ১৭ বছর তিনি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকেছেন। দল ও নেতাকর্মীদের সঙ্গে সবসময় ছিলেন। তার রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভর করবে নেতাকর্মীদের সিদ্ধান্তের ওপর।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নাসির মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

11h ago