পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, ইলিশ কিনে ফেরার পথে যুবক নিখোঁজ

পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ কিনে ট্রলারে ফেরার সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে মোহম্মদ রাসেল খান (৩৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় দরজি।
আজ রোববার দিনভর পটুয়াখালী ও বাউফলের ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ রাসেলকে উদ্ধারে চেষ্টা করেন। তবে বিকেল ৫টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ট্রলারচালক মো. রাকিব জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাসেলসহ তারা চারজন ট্রলার নিয়ে নদীতে জেলেদের কাছ থেকে ইলিশ কিনে কালাইয়া ফিরছিলেন। ওই সময় নদীতে নৌ পুলিশের টহলরত দলের স্পিডবোট তাদের দিকে আসতে দেখে ভয়ে রাসেল নদীতে ঝাঁপ দেন। বাকিরা পাশ দিয়ে যাওয়া খেয়া নৌকায় উঠে পালিয়ে যান।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার খবরে পুলিশের টহল টিম তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা টহল দেয়। ওই সময় স্পিডবোট দেখে এক যুবক নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন। পুলিশ স্পিডবোট থামিয়ে যুবককে উদ্ধারের চেষ্টা করে।
তিনি আরও বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এই সময়ের মধ্যে তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও মজুত করা নিষিদ্ধ।
Comments