আ. লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৪৬

ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, শুক্রবার ডিএমপির বিভিন্ন ইউনিটের মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা পশ্চিম থানা দুজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন এবং তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করেছে।

তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তার ৪৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

All agree on efficient ports, but debate over deal timing, details

Govt says renowned global operators will modernise port system, reduce corruption and eventually increase Bangladesh’s competitiveness

12h ago