সাংবাদিক পরিচয়ে বাসায় ডাকাতি, নিয়ে গেছে প্রাইভেটকারও

সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামের খুলশী এলাকায় একটি বাসায় ঢুকে মালামাল ও একটি প্রাইভেটকার নিয়ে যায় এক দল ডাকাত। এ ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরের খুলশী, বায়েজীদ, ইপিজেড ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডাকাতি হওয়া প্রাইভেটকারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নূর মোহাম্মদ সাব্বির ওরফে রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর নগরের খুলশী এলাকায় একটি বাসায় সাংবাদিক পরিচয়ে ১০ থেকে ১২ জনের একটি দল ঢোকেন। তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তল্লাশি চালায়। বাসায় স্বর্ণালংকার ও নগদ টাকা না পেয়ে ৪৫ লাখ টাকা দামের ২০২২ মডেলের নতুন টয়োটা করোলা ক্রস গাড়ি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, খুলশী থানায় ডাকাতির মামলা হলে ডিবি তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ শাহেদকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে, ২৪ ঘণ্টার অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রাইভেটকার, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
Comments