সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৭ বাংলাদেশি গ্রেপ্তার
সিঙ্গাপুরে তিনটি অভিবাসী শ্রমিক ডরমিটরিতে মাদকবিরোধী অভিযানে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
আজ রোববার মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) স্টারকে জানায়, ৮ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার বাংলাদেশিরা সবাই পুরুষ এবং তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
সিএনবি আজ রোববার এক বিবৃতিতে জানায়, মাদক সংশ্লিষ্ট অপরাধসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনের অংশ হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ৮ ডিসেম্বর সন্ধ্যায় একটি অভিবাসী শ্রমিক ডরমিটরি থেকে মাদক সেবনের অভিযোগে ২৫ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
পরদিন অন্য একটি ডরমিটরি থেকে আরও দুইজনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৩ বছর বয়সী একজনকে মাদক সেবন এবং ২৯ বছর বয়সী আরেকজনকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
তল্লাশিতে ওই ২৯ বছর বয়সী ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক সরঞ্জাম জব্দ করা হয়।
এ ছাড়া ১১ ডিসেম্বর সন্ধ্যায় দেশটির চোয়া চু কাংয়ের একটি অভিবাসী শ্রমিক ডরমিটরিতে অভিযান চালিয়ে আরও চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
এই যৌথ অভিযানে সিএনবি ছাড়াও সিঙ্গাপুর পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, হেলথ সায়েন্সেস অথরিটি, সিঙ্গাপুর কাস্টমস এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।
কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে তদন্ত চলছে।


Comments