হাদি হত্যাচেষ্টায় সন্দেহভাজনদের দেশ থেকে পালানোর তথ্য নেই: ডিএমপি

ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজনদের দেশ থেকে পালানোর তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ বা তার সহযোগী মোহাম্মদ আলমগীর শেখ দেশ ছেড়েছেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। সন্দেহভাজনদের পাসপোর্ট নম্বর সংগ্রহ করে ব্লক করা হয়েছে। যেন তারা দেশ ছাড়তে না পারেন।

নজরুল ইসলাম বলেন, সীমান্তে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত তারা বিদেশে গেছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শেরপুরের নালিতাবাড়ী থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। এছাড়া র‌্যাব হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে আটক করেছে। একইসঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।  

তিনি আরও বলেন, হাদির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বাদীপক্ষ থেকে মামলা করার জন্য আমরা দুদিন ধরে চেষ্টা চালাচ্ছি। পুলিশ বাদী না হয়ে পরিবারের কেউ বাদী হলে ভালো হতো। কিন্তু তারা হাদিকে নিয়ে ব্যস্ত। জিডি (সাধারণ ডায়েরি) করা আছে। আমরা এফআইআর তৈরি করে হাসপাতালে যাবো। তারা যদি সই না করে পুলিশ বাদী হয়ে মামলা করবে।  

এদিকে, ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ রোববার সাভার থেকে তাদের আটক করা হয়। তারা হলেন—হাবিবুর রহমান ও মিলন।

ডিবির একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর হোসেন এবং আটক দুজনের সঙ্গে তার যোগাযোগ ছিল। ঘটনার আগে ও পরে আলমগীর তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন।
 

Comments

The Daily Star  | English

BNP’S polls activities: Tarique to begin countrywide tour next week

The visits are intended to help him see the country in person after 17 years in exile and reconnect directly with voters and party activists

11h ago