ওসমান হাদি চিরদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতর থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা আজ শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নেন। ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির বিদায় নয়, বরং তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই মানুষ আজ একত্র হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, 'প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছ। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।'

আজ শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজের জানাজায় অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ অংশ নেন।

প্রধান উপদেষ্টা বলেন, 'লাখ লাখ মানুষ আজ এখানে হাজির হয়েছেন। ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। সবাই তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে যারা বাংলাদেশি আছেন, তারাও হাদির কথা জানতে চান।'

হাদির স্বপ্ন পূরণ করতেই এই সমবেত হওয়া—উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, 'আজ আমরা প্রিয় হাদির বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছ, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করার জন্যই আমরা একত্র হয়েছি। এই ওয়াদা শুধু বর্তমান প্রজন্মের নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ—যেখানে যে অবস্থানেই থাকুক—এই দায়িত্ব বহন করবে।'

হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে তার সহজ সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এসব গুণের জন্যই সবাই আজ তার প্রশংসা করছে।

তিনি বলেন, 'সেটা আমরা মনেপ্রাণে গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা যেন সেটা অনুসরণ করতে পারি।'

বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রথম পংক্তি 'বল বীর, উন্নত মম শির' এর কথা উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, 'তুমি আমাদের এমন এক মন্ত্র কানে দিয়ে গেছ, যা বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। বাংলাদেশের বড় মন্ত্র হয়ে তোমার এই মন্ত্র আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে।'

তিনি বলেন, 'তোমার মন্ত্র ছিল—বল বীর, উন্নত মম শির!। এই মন্ত্র বাংলাদেশের সন্তানরা জন্মলগ্ন থেকে যত দিন বেঁচে থাকবে, নিজের কাছে বলবে—বল বীর, উন্নত মম শির!। আমাদের শির কখনো নত হবে না।'

প্রধান উপদেষ্টা বলেন, 'যে মন্ত্র তুমি দিয়ে গেছ, দুনিয়ার সব কাজে আমরা সেটা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াব, কারো কাছে মাথা নত করব না। যে মন্ত্র তুমি দিয়ে গেছ, আমরা সেটা পূরণ করে যাব।'

নির্বাচন ও রাজনীতির ক্ষেত্রেও হাদির রেখে যাওয়া শিক্ষার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, 'প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে কীভাবে নির্বাচন করতে হয়, তারও একটা প্রক্রিয়া আমাদের জানিয়ে গেছ। কীভাবে প্রচার-প্রচারণা চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে হয়, কীভাবে মানুষের সঙ্গে বিনীতভাবে আচরণ করতে হয়—সবকিছুই তুমি শিক্ষা দিয়ে গেছ।'

এই শিক্ষাকে রাজনৈতিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা এই শিক্ষা গ্রহণ করেছি। আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমাদের রাজনৈতিক জীবনে এটাকে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে।'

প্রধান উপদেষ্টা বলেন, 'হাদি তুমি হারিয়ে যাবে না, এই জাতি তোমাকে ভুলতে পারবে না। যুগের পর যুগ ধরে তুমি এই জাতির সঙ্গে থাকবে, তোমার মন্ত্র বারবার তোমাকে মনে করিয়ে দেবে।'

বক্তব্যের শেষে অধ্যাপক ইউনূস বলেন, 'আজ হাদিকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সবসময় তার কথা স্মরণে রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব।'

Comments

The Daily Star  | English
Bangladesh Bank fresh note exchange suspension

Refund policy for merging banks: Who's on the priority list?

The Bangladesh Bank (BB) today introduced a comprehensive Bank Resolution Scheme, setting out who will get priority access to deposits at the five merging shariah-based banks and how remaining funds will be refunded over time..The scheme also affects staff at the five merging banks, wh

19m ago