হাদি হত্যার বিচার দাবি: রাতে অবস্থান চলবে শাহবাগে, দেশব্যাপী অবরোধের হুঁশিয়ারি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি সারারাত চলার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একইসঙ্গে দেশব্যাপী অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, 'আগামীকাল আমরা শাহবাগে অবরোধ অব্যাহত রাখব। সকালের মধ্যে সারাদেশের মানুষ আমাদের সঙ্গে যোগ দেবে।'
সরকার ব্যবস্থা না নিলে দেশব্যাপী অবরোধের হুঁশিয়ারি দিয়ে জাবের বলেন, 'আপনারা যদি হাদি হত্যার বিচারের পক্ষে না দাঁড়ান, তাহলে বাংলাদেশের জনগণ ধরে নেবে যে এর পেছনে আপনারও হাত রয়েছে।'
তিনি বলেন, 'আমরা সরকারের কথা শুনব না। ওসমান হাদির হত্যা নিয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছেড়ে যাব না। হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিতে এখন পর্যন্ত কী কী করা হয়েছে উপদেষ্টাদের শাহবাগে এসে ব্যাখ্যা করতে হবে।'
দুপুরে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এরপর অবস্থান কর্মসূচি শুরু হলে সমাজের বিভিন্ন স্তরের ও পেশার মানুষ অংশ নেন।
অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত তিন দফা দাবি বলা হয়। এগুলো হলো: দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদার সংস্থাকে যুক্ত করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, বেসামরিক ও সামরিক গোয়েন্দা সংস্থার মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার এবং হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ।
জাবের বলেন, 'সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদির লড়াই অব্যাহত রয়েছে। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।'
শাহবাগ এলাকাকে 'শহীদ ওসমান হাদি চত্বর' ঘোষণা দিয়ে তিনি বলেন, 'আজ থেকে এই চত্বর শহীদ ওসমান হাদির নামে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'
ওসমান হাদির ভাই ওমর হাদি বলেন, 'এই হত্যার বিচারকে ধামাচাপা দেওয়া যাবে না। আমরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।'
জাবের জানান, শীতে সারারাত অবস্থানকারীদের জন্য কম্বলের ব্যবস্থা করা হয়েছে।
এসব কম্বল ওসমান হাদি শীতে দরিদ্রদের বিতরণ করার জন্য কিনেছিলেন বলে জানান তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।


Comments