রাজধানীতে বিদেশি পিস্তল-গুলি-মাদকসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের কাছে অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও  মো. মামুন (৩৭)। 

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।

গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণে একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ বলছে, তারা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব পিস্তল নিজ নিজেদের কাছে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও মাদক জব্দের ঘটনায় কদমতলী থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago