যারা মনোনয়ন পাননি, দল তাদের যথাযথ দায়িত্ব-সম্মান দেবে: মির্জা ফখরুল

ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ নির্বাচন ঘিরে মনোনয়ন তালিকা দিয়েছে বিএনপি। দলটি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এমন প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।

আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এমনটি বলেন তিনি। পোস্টে বিএনপি মহাসচিব লেখেন, বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সব নেতা-নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য।

মির্জা ফখরুল লেখেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গিয়েছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে...গল্পগুলো অন্য কোনো দিন বলব যদি আল্লাহ চান। এরকম গল্প আমাদের হাজার হাজার নেতা-কর্মীর আছে।

তিনি লেখেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা সবাই আমার জন্য দোআ করবেন, আমাদের দলের প্রত্যেক নেতা-কর্মীর জন্য দোয়া করবেন। 

'আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব, ইনশাআল্লাহ। বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। ইনশাআল্লাহ!  আপনারা পাশে থাকবেন।'

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে। খালেদা জিয়া প্রার্থী হয়েছেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে। অন্যদিকে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে।

গতকাল সোমবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন।
 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

16h ago