আবারও গণতন্ত্র ধ্বংসের জন্য বিভিন্ন চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

ছবি: স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আবারও গণতন্ত্র ধ্বংস করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে।

তিনি বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব।

আজ শুক্রবার সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, এই দিনটি পালনের মাধ্যমে আমরা একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।

ফখরুল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা জাতির অগ্রগতির এক গুরুত্বপূর্ণ মোড়। এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে নস্যাৎ দেয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় রূপান্তরিত করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।

ফখরুল উল্লেখ করেন, মাত্র চার বছরের শাসনামলে জিয়াউর রহমান রাষ্ট্র এবং অর্থনীতি উভয় ক্ষেত্রেই বড় পরিবর্তন এনেছিলেন।

বিএনপি জামায়াতের আলোচনা প্রস্তাবে অংশগ্রহণ করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, গত রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের অবস্থান এরইমধ্যে স্পষ্ট করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago