খুলনা বিভাগে বিএনপির হয়ে লড়বেন যারা

বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু ও আজিজুল বারী হেলাল। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রাথমিক এই ঘোষণায় খুলনা বিভাগের জেলাগুলো থেকে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মনোনয়ন পেয়েছেন।

খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু; খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল; খুলনা-৪  আসনে আজিজুল বারী হেলাল; খুলনা-৫ আসনে মোহাম্মদ আলী আসগর; খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পী মনোনয়ন পেয়েছেন।

মেহেরপুর-১ আসনে মাসুদ অরুন এবং মেহেরপুর-২ আসনে মো. আমজাদ হোসেন মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়া-১ আসনে রেজা আহম্মেদ; কুষ্টিয়া-২ আসনে রাগীব রউফ চৌধুরী; কুষ্টিয়া-৩  আসনে মো. জাকির হোসেন সরকার; কুষ্টিয়া-৪  আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি মনোনয়ন পেয়েছেন। 

চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান এবং চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান মনোনয়ন পেয়েছেন।

ঝিনাইদহ-১, ২ ও ৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; ঝিনাইদহ-৩ আসনে মোহাম্মদ মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন।

যশোর-১ আসনে মো. মফিকুল হাসান তৃপ্তি; যশোর-২  আসনে মোছা. সাবিরা সুলতানা; যশোর-৩  আসনে অনিন্দ্য ইসলাম অমিত; যশোর-৪ আসনে টি এস আইয়ুব; যশোর-৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এবং যশোর-৬ আসনে কাজী রওনকুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

মাগুরা-১ আসনে মো. মনোয়ার হোসেন এবং মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী মনোনয়ন পেয়েছেন।

নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম মনোনয়ন পেয়েছেন; নড়াইল-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

সাতক্ষীরা-১ আসনে মো. হাবিবুল ইসলাম হাবিব; সাতক্ষীরা-২  আসনে আব্দুর রউফ; সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীন এবং সাতক্ষীরা-৪ আসনে  মো. মনিরুজ্জামান মনোনয়ন পেয়েছেন।

বাগেরহাট-১ , ২ ও ৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago