খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

ছবি: স্টার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং তিনি ঠিকভাবে চিকিৎসা নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা তিনি ঠিকমত নিতে পারছেন এবং তার শারীরিক অবস্থা গত কয়েকদিন আগেও যে অবস্থায় ছিল, সেটি তিনি মেইনটেইন করে যাচ্ছেন।

ডা. জাহিদ বলেন, ডাক্তাররা আশাবাদী যে খালেদা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আমি দেশের জনগণকে জানাতে চাই এবং সবার কাছে প্রার্থনা করার অনুরোধ করছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এবং রাজনীতিতে তার যথাযথ ভূমিকা পালন করতে পারেন।

আওয়ামী লীগ সরকারের সময়ের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছিল। তিনি সেই সময়ে যথাযথ চিকিৎসা সেবা পাননি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন। পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপি নেতারাও তার অবস্থার খোঁজখবর রাখছেন।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

14h ago