জার্মানি থেকে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারে ৯ ডিসেম্বর

খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার জন্য জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আগামী মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র মতে, জার্মানির এভিয়েশন কোম্পানি এফএআই এভিয়েশন গ্রুপ আজ শনিবার সকালে তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে উড্ডয়নের জন্য ফ্লাইট সূচির আবেদন করেছে।

বেবিচকের এক কর্মকর্তা জানান, আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার অংশ হিসেবে কাতার সরকার এফএআই এভিয়েশন গ্রুপ থেকে উড়োজাহাজটি ভাড়া করেছে।

এর জন্য নির্ধারিত উড়োজাহাজটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০), যা দীর্ঘ দূরত্বে চিকিৎসার জন্য স্থানান্তরের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং জার্মানির শীর্ষস্থানীয় এয়ার অ্যাম্বুলেন্স ও গুরুত্বপূর্ণ উড়োজাহাজ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এটি পরিচালনা করে।

ফ্লাইট সূচির সরকারি চূড়ান্ত অনুমোদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago